Tuesday, May 20, 2014

দু'হাতে করোটি ধরি, ঠেসে দিই গুহার আগুনে । বেজেছে এস্রাজ নখের আঘাতে, কাঁধে তপ্ত শ্বাস, নেচে ওঠে জোড়াফল । ঊরুদ্বয় আলো করে নেমেছে তমসা, সমুদ্রতরঙ্গ ঘিরে ধরে অশান্ত সী-বীচ । একে কি প্রলয় বলে ? গণজাগরণ শেষে মৃত্যুর প্রণয়থাবা ? গুহার আগুন থেকে জলের উচ্ছ্বাস, উপমাবিহীন, ঘোর লাগা করোটিকে গিলে খায় নিষিদ্ধ বাতাসে । পনেরো মিনিট, তারপর, কর্পোরেট জানে, মধ্যাহ্ন বিরতি ।

No comments:

Post a Comment