Monday, May 5, 2014

ভ্রমণসূচি
কাল নয়, অকালও নয়, এই দুইয়ের ফাঁকে, একদিন,
বেরিয়ে পড়বো, লোটা ও কম্বল সহ ।
যেদিকে দু'চোখ যায়, বলেও, আমার হাতে থাকবে ভ্রমণসূচি ।
ট্রেণে কি খরচ কম ? ট্রেণের জানালা চাই এই
ভ্রমণের পথে । রুটি, ঝোলা গুড়, পান ।
এর বেশি দরকার নেই এই ভ্রমণসূচিতে ।
ভীমবেটকার গুহা থেকে যাবো ব্যাসাশ্রমে । গণেশের প্রতি
টান নেই, তবে ঐ গন্ধর্ব,
কিন্নরসুন্দরীদের সাথে কিছুদিন
কবিতার মত সহবাস করে, ফিরে যাবো বানপ্রস্থগ্রামে ।
উটের সহিস ডেকে চলে যাবো মরুদেশে । নির্জনতা যদি
বিশেষ ভূমিকা নেয়, চলে যেতে পারি বমডিলা ।
আপাতত, এটুকুই উল্লেখ করেছি
ভ্রমণসূচিতে । এল টি সি-ভূত এসে যদি চায়
বিমানটিকিট, এই ভয়ে, বিনা পারমিশনে সীমানা
অতিক্রম করে যাবো ঊনিশ শতকে ।
অথবা বুদ্ধের কাছে গিয়ে বলবো, জাতককথার মত
আমার সূচিতে স্থান দিতে চাই সুজাতাকে ।
পায়েসসম্বল করে আমিও থাকবো ব্যস্ত জোড়াহাঁসে ।
গয়ার বদলে আসন পাতবো চৌষট্টি যোগিনী সহ বৈতরণী তীরে ।



ওপারে তোমার বাড়ি, সেখানে যাবো না ।

No comments:

Post a Comment