Monday, May 5, 2014

বহুগামিতা মানুষের স্বভাবে, কেউ তা চাপা দিতে পারে, কেউ পারে না । কেউ শারীরিক, কেউ মানসিকভাবে এর শিকার, জেনে, অথবা না জেনে । ফেসবুক এই ছাইচাপা আগুনকে উসকে দিয়েছে মাত্র । ফলে, এই আগুনের তাপে শীতার্ত পাচ্ছে উষ্ণতা, নিঃসঙ্গ যে, সে পেয়ে যাচ্ছে তার মনোমত বন্ধু, কেউ মরছে পুড়ে, কারও দমবন্ধ করা মন জানালা খুলে প্রাণ ভরে টেনে নিচ্ছে অক্সিজেন, কোনো কোনোজন প্রকাশ করছেন নিজের রুদ্ধ অনুভূতি সকল । বহু বন্ধুত্বের ফলে কারও কারও চাপা পড়ে থাকা বহুগামিতাও হয়ে উঠছে চিত্রময় । যোগাযোগ মাধ্যমও বটে এই ফেসবুক । লাইক ও কমেন্টের আড়ালে এখানে জেগে ওঠে ফাগুনমাস । আর ইনবক্স মানে সেই গোপন সিন্দুকটি তো আছেই । সিন্দুকের মুখ চেপে রাখতে পারাটাই এই ফেসবুকযুগের প্রধান চ্যালেঞ্জ । হাঁটে হাঁড়ি ভেঙে গেলে, কী সব্বোনাশ, বহুগামিতার আদিইতিহাস জেনে যাবে যে লোকে !

No comments:

Post a Comment