Wednesday, August 6, 2014

জেনে নিও, জিহ্বা খসে গেছে
ব্রহ্মহৃদয়ের, ছায়াপথ জুড়ে তার
চিহ্ন আছে পড়ে, যেন তারা
ভোরের বকুল, সবুজ ঘাসের 'পরে

এই অন্ধ চোখে, এসব দেখেছি বলে
অভিশাপ দিয়ে গেছে নীহারিকাকণা,
উল্কাপাত ঘটে তবু, সূর্যাস্তের পরে,
ছায়াপতি একা মরে আমার নিভৃত

ঘরে, তাকে বলি, ঘনালো সময় তবে!
ধ্বংস হয়ে যাবে এইঘন ছায়ালোক !

No comments:

Post a Comment