Friday, August 29, 2014

ইট ও বালির কথা লোকে বলে, আসলে গৃহনির্মিত হয় লোভ ও কামনা দিয়ে ! নিরাপত্তা হিসেবে লোহা, মূলত তা স্বপ্ন ! সিমেন্ট ? তা ঐ ভালোবাসা !

আমার কোনো ঘর নেই, ফলে, স্বপ্নও নেই...
আমি শুধু চেয়েছিলাম একটি নদী সারাজীবন থাকুক আমার কাছে, সন্ধ্যা সহ বসে থাকবো তার সান্নিধ্যে...

No comments:

Post a Comment