Wednesday, August 6, 2014

নন্দনচত্বরে অভাবনীয়ভাবে দেখা হলো তরুণ কথাকার সম্বিত বসুর সঙ্গে, তার আগেই স্কুল থেকে সরাসরি চলে এসেছিলো নন্দিতা ভট্টাচার্য ! সম্বিত আমার ফেসবুকের তরুণ বন্ধু, ভালো লেখে, বলে, অনেকেই আমাকে বলেছেন, দু-একটা বিচ্ছিন্ন লেখা আমিও পড়েছি, তার উপর ভর করে মন্তব্য করা অবিধেয়, বলে, নীরবতার আশ্রয় নিতে হলো, এটুকু বিশ্বাস, সম্বিত অনুধাবন করবে আমার এই অবস্থা !
দেখা হয়ে গেলো দোঁহার-এর কালিকাপ্রসাদের সঙ্গেও ! গৌহাটির ব্যতিক্রম গোষ্ঠীর সৌমেন ভারতীয়, দোঁহার, আসামের ছত্রিয় নৃত্যের অনুষ্ঠান আগামীকাল এখানেই !

No comments:

Post a Comment