Wednesday, August 6, 2014

শ্রাবণের কথা তুমি বলেছ অনেক,
ধারাপাতহীন রাতে আমিও বলেছি
ঢেউহারা নদীটির শান্ত কথকতা !

অমরাবতীর পথে আমরা চলেছি,
শত শত যুগ ধরে দেখেছি অনেক
রক্তপ্রপাতের স্রোত, আদি তঞ্চকতা

প্রেম এসেছিলো তবু ভিক্ষাপাত্র হাতে
ভুবন হারানো পথে, কথা কয়ে গেছো
তুমি, একা একা, আমি শুধু নীরবতা !

No comments:

Post a Comment