Wednesday, August 6, 2014

তুমি যেই হও, তুমি জাহান্নম দেখো নাই, আইসো, তোমারে দেখাই ঐ জাহান্নম !
হগ্গলে স্বর্গের কথা কয়, আমি কমু, স্বর্গ বইলা কিছুই নাই, নরকও নাই !
তয় ?
বিন লাদেনরে চিনো ? ওবামা ? পুতিন ? চিনো না ? হামাস না খামাস কয় যে, তারে ?
চেনা চেনা মনে অয় !
চিনবা, চিনবা ! জাহান্নম গেলে হগ্গলরে চিনবা ! মৌলভী, পুরুত, ফাদার সব চেলা ! জাহান্নম চালায় তারা-ই !
ঘর আলাদা, চেহারা আলাদা ! অথচ কাম এক ! লক্ষ্য এক !
মাইনষরে বানানো বোকা !
আইসো, আইসো, জাহান্নম কিচ্ছা হুনতে আইসো একদিন !

No comments:

Post a Comment