Wednesday, August 6, 2014

রাতে ঘুম না এলে কি করো ? জল খাও ? উঠে বসো বিছানায় ? কিছু ভাবো ? কার কথা ভাবো ? দরজা খুলে বাইরে এসে দাঁড়াও ? নিমগাছটাকে দেখো ? আকাশ ? ঐ ছায়াপথ ?

ঘুম না এলে কি করো ?পাশে যে ঘুমিয়ে আছে, তাকে দেখো ? ঐ হাত স্পর্শ করেছিলো, ভাবো সেই উষ্ণতার কথা ? শীতলতার কথা ভাবো ?

ঘুম না এলে আলপ্রাজোলাম নিতে নিতে ভাবোনি কখনও, এক দুই করে যদি বেড়ে যায় সংখ্যা ও পরিমাণ, যদি বাড়ে, তাহলে এই ঘুম তোমাকে দেবে তার পরম আশ্রয় ?

ভেবেছিলে, তোমাকেও পেতে চায় ঘুম ?

No comments:

Post a Comment