Thursday, December 4, 2014

1975 এর জরুরী অবস্থার পর স্বৈরাচারিণী ইন্দিরা গান্ধীকে সরাতে গিয়ে, বামপন্থীরা হাত ধরেছিলেন আজকের এই বিজেপির ! সিপিআইএম এর পার্টিদলিল ঘাঁটালেই, দেখা যাবে, তাদের কাছে সেসময় প্রধান শত্রু ছিলো এই স্বৈরাচারী কংগ্রেস !
পরবর্তীকালে, সিপিআইএম তাদের অবস্থান বদল করলেও, পুনরায়, রাজীব গান্ধীর কংগ্রেস সরকার হঠাতে ভিপিসিং সহ বিজেপির হাত ধরে তারা !
পার্টিদলিলে প্রধান শত্রু চিহ্নিত করতেই তাদের লেগে গেলো পঞ্চাশ বছর !
সাম্প্রদায়িকতা না কি স্বৈরাচার ? এই প্রশ্নে পেণ্ডুলামের মত একবার এদিক একবার ওদিক করতে করতে, তারা নিজেরাই এখন দুর্নীতির অতল গহ্বরে, যেখান থেকে বেরুবার পথ জানা নেই আর ! ফলে, পরবর্তী পার্টিকংগ্রেসে ভুল নেতৃত্বের উপর যাতে আঘাত না আসে, তারই পাকা বন্দোবস্ত করার প্রস্তুতি নেওয়া হচ্ছে !
পরম সুবিধাবাদের উত্কৃষ্ট নমুনা এই দলই, ক্ষমতায় টিকে থাকার জন্য স্ট্যালিনের সর্বগ্রাসীবাদ কাজে লাগাতে জুড়ি নেই এদের !
বেডরুম থেকে শ্মশান বা কবরে এদের পতাকা শোভিত না দেখলে নিশ্চিন্তে ঘুমোতে পারেন না !
পাড়ায় পাড়ায় এলসি অফিস, বুথ অফিস মূলত নজরদারির লক্ষ্যে !
মিথ্যা বলাতেও জুড়ি নেই এই দলের !

আজ মমতা যা হয়েছেন, সব এদেরই অবদান ! কাল যদি মোদিময় হয়ে ওঠে, এই রাজ্য বা পশ্চিমবঙ্গ, তাও এই সিপিআইএম-এর অবদান !
মাঠের বক্তৃতায় তারা বিজেপির বিরুদ্ধে আকাশবাতাস গরম করতে পারেন, এটা তাদের নির্বোধ অনুগামীদের সামনে নিজেদের বিপ্লবীয়ানা বজায় রাখার জন্য !
গেরুয়াকরণের বিরুদ্ধে বিষোদ্গার করতে গিয়ে তারা ভুলে যান, সর্বত্র লালীকরণে মেতেছিলো তারাই !
জনকণ্ঠরোধে এই দলের সঙ্গে মোকাবেলা করা আর কোনো দলের পক্ষে সম্ভব নয়, ইন্দিরাকে তো জরুরী অবস্থা জারি করতে হয়েছিলো, এদের তা প্রয়োজন হয় না !
এই দল মোদীর আগ্রাসন রোধ করবে, এটা আর কেউ বিশ্বাস করবে, বলে, মনে হয় না !
আমাদের কাছে স্বৈরাচারী সরকার এবং সাম্প্রদায়িক সরকার দু-ইই সমান ! অর্থাত্, ডাঙায় বাঘ, জলে কুমীর নিয়ে আমরা আছি ! দল নয়, স্বৈরাচার বা সাম্প্রদায়িকতার প্রতিরোধ করতে হয় জনগণকেই, যে জনগণের কথা সকল পার্টি বলে থাকে, এই জনগণ সেরকম দলদাস নয়, ব্রেণওয়াশড নয় ! বরং এই দলদাসপ্রথাকেও ঘৃণা করে তারা, সচেতন এবং মুক্তিকামী তারা আর প্রার্থনা করে, ইয়ে হামারা দেশ হ্যায় ! গেরুয়া, সবুজ, লাল, শাদার দেশ নয়, বরং সাত রঙ-এর দেশ, শান্তির দেশ হয়ে ওঠুক !

No comments:

Post a Comment