Thursday, December 4, 2014

বাক ও বিভূতি এলো এই সন্ধ্যাবেলা,
তার আগে সাপলুডো খেলা
খেলেছিলো শান্তাদির অন্ধকার ঘরে,
হার-জিত্ সব থাক পড়ে
বিছানা ভরেছে শুধু নীল সর্পবিষে
মই থাকে চিত্ হয়ে, বিভূতির নিচে,

দুপুরের খেলা শেষে বাক ও বিভূতি
এসেছে সন্ধ্যার ঘরে, হাতে জীর্ণ পুঁথি,
প্রাচীন উপমা সহ লক্ষ্মীধরকৃত
টীকা ও টিপ্পনিময়, ভীত
পুরুষের মত ধুকপুক ধুকপুক
গৃহ ময় আজ বাক-বিভূতির সকল অসুখ
জীর্ণ পুঁথি, সাপলুডো, শান্তাদির ঘর
তবুও অসুখে থাকে তারা পরস্পর !

No comments:

Post a Comment