Thursday, December 4, 2014

আজ একটি কথাও নয়,
আজ নীরবতা
পালন করছে এই দেশ !
যারা হেঁটেছিলো,
আর যারা হাঁটেনি কখনো,
নীরব হবার পালা এবার তাদের !

তুমি কার পক্ষ ?
প্রশ্ন করে ওঠে মৌনস্বর,
কার পক্ষ ? কার ?
জিহ্বা কাটা গেছে,
অন্ধ হয়ে আছে এই চোখ,
পক্ষ হবে কার ?
দল-উপদলে
শ্লেষ্মা, কফ, পূঁজ সহ পার্টির দলিলে
এটুকুই জেনেছে,
আমি ছাড়া সব
বেঠিক ও পূঁজির দালাল,
ষড়যন্ত্র, জানি, চতুর্দিকে !
আজ কথা নয়,
আজ চারদিকে নীরবতা,
হেঁটে ও না হেঁটে !
যারা হেঁটেছিলো
যারা হাঁটতে যায়নি কাল
মুখর নিন্দায়,
সকল ধিক্কার
তাহাদের সকলের প্রতি...
বলে ওঠে আজ
বৃত্তের বাইরে
থেকে, তিলে তিলে মৃতপ্রায়
গুর্জর-তরুণী !

No comments:

Post a Comment