Thursday, December 4, 2014

দুজনের দেখা হলো সূর্যাস্তের পারে,
এক যৌনউট আর খচ্চর-পত্নীর...
বেলা হয়ে এলো, তবু কোকাপণ্ডিতের
দেখা নেই, বলে ওঠে দুজনেই ! দূরে,
বৈতরণী, নীল এক মেঘখণ্ড ভেসে
যাচ্ছে অপসৃয়মান ছায়ার মতন !
তাহলে কি বৃথা যাবে এই সন্ধ্যাকাল ?
খচ্চর-পত্নীর মনে অনুশোচনার
তাপ বেড়ে ওঠে ক্রমে, পালিয়ে এসেছি
লোকালয় ছেড়ে, বৃথা হলো তবে সব ?
গলা উঁচিয়ে সে, যৌনউট, খচ্চরপত্নীকে দেখে
ঝাপসা চোখের দৃষ্টি, ভাবে, এত কাম
ছিলো তবে জলহীন কুয়োর গভীরে ?
প্রেম নয় ? তাহলে কি এই সন্ধ্যাপ্রেম
মূলত আমিষ ? উত্তেজনা নিভে গেলে
পড়ে রইবে কা র্বন -ডাই -অক্সাইড ?

No comments:

Post a Comment