Thursday, December 4, 2014

সংজ্ঞা পালটে যাচ্ছে দ্রুত !
ডান হয়ে যাচ্ছে বাম, বাম সরে যাচ্ছে ডানে,
এখন মুখোশ হয়ে উঠছে প্রধান,
মুখ নেই কতকাল হলো !
এরকম দিনে তোমাকেও দেখি ফিরে
যাচ্ছো সূর্যাস্তের দিকে, একা !
হাতে সেই পুরোনো পতাকা,
ম্লান, শতচ্ছিন্ন !
যে শ্লোগান দিতে কিছুদিন আগে, আজ
তার অর্থ ব্যঙ্গ করে ওঠে,
বলে, চিন্তা নেই, বিপ্লব এসেছে ফিরে
মৃত কলোনীর সমাবেশে !
দ্রুত পালটে গিয়েছে সব,
সমাবেশ থেকে পথ, পোস্টারের ভিড়ে
খুঁজে যাচ্ছো কার দীর্ঘ মুখ ?
কার স্পর্শ ? কোন শান্ত ধ্বনি ?

No comments:

Post a Comment