Thursday, December 4, 2014

প্রথম ব্যক্তি : হাওয়া কোনদিকে বইছে ?
দ্বিতীয় ব্যক্তি : হাওয়া কোনদিক থেকে আসছে ?
তৃতীয় ব্যক্তি : হাওয়া কি আসলেই বইছে ?
চতুর্থ ব্যক্তি : হাওয়া দেওয়া হচ্ছে না তো ?
পঞ্চম ব্যক্তি : কোথাও ষড়যন্ত্র হচ্ছে না তো ?
ষষ্ঠ ব্যক্তি : প্রতিবাদ করতে হবে !
সপ্তম ব্যক্তি : পারমিশন ছাড়া ?
অষ্টম ব্যক্তি : কার পারমিশন ?
নবম ব্যক্তি : ন্যাকা ! জানো না, আমাদের পলিটব্যুরো আছে, হাইকমাণ্ড আছে, শীর্ষনেতৃত্ব আছে, চীন আছে, আইএসআই আছে, আমেরিকা আছে, সিআইএ আছে...
দশম ব্যক্তি : আঃ ! তোমরা থামবে !!!

তখনই তারা অনুভব করে, হাওয়া নয়, জলধারায় ভিজে যাচ্ছে তাদের মাথা ! উপরের দিকে চোখ তুলে তাকাতেই, লক্ষ্য করে, এক উলঙ্গ শিশু ছাদ থেকে পেচ্ছাপ করছে তাদের মাথায় !

No comments:

Post a Comment