Thursday, December 4, 2014

দেয়ালের লেখা পড়েছিলে ?
স্তবসঙ্গীতের টানে ভুলে গেছো সব ?
ভরা নদীটিও মরে যায় একদিন
বুকে নিয়ে বালি
তেত্রিশ বা দশ নয়, সকল সংখ্যা
মুছে দিয়ে ঢেউ আসে জোরে
থেমে যায় স্তবগান, অন্ধ সামকথা !
ফিস ফিস করে
কথা বলে এ গলি ও গলি,
শোনোনি সে কথা ?
ডুবে যেতে যেতে নৌকোটিও
প্রশ্ন করে অভিজ্ঞ মাঝিকে !
মাঝি কি উত্তর দেবে ? মাল্লা
সহ সঙ্গীসাথী
আর এক নৌকার গলুই
ধরে উঠে যাচ্ছে উধাও বালির দিকে !
Like · ·

No comments:

Post a Comment