ভাতের থালার দিকে চেয়ে থাকি । শাদা শাদা ভাত ।
বাবুদের ভাত । গন্ধ ওড়ে বাতাসের সঙ্গে সঙ্গে ।
বাবুর অনেক নাম । এলসির নেতা তিনি । দাপট অনেক ।
তিনি আছেন বলেই দু-পয়সা আসে রেগা থেকে ।
ফাউ সেটা । আসলে ঘরের কাজ করি রোজ ।
দিদিমণি না থাকলে ফাউ জোটে বেশি ।
শাদা ভাত, ধবধবে বিছানার সুখ সঙ্গে মোটা টাকা । কখনও বা শাড়ি ।
বাবুর বাড়িতে থাকি । গুণগান গাই । ভোট এলে ভোট দিই বাবুর ইচ্ছেয় ।
বাবুদের ভাত । গন্ধ ওড়ে বাতাসের সঙ্গে সঙ্গে ।
বাবুর অনেক নাম । এলসির নেতা তিনি । দাপট অনেক ।
তিনি আছেন বলেই দু-পয়সা আসে রেগা থেকে ।
ফাউ সেটা । আসলে ঘরের কাজ করি রোজ ।
দিদিমণি না থাকলে ফাউ জোটে বেশি ।
শাদা ভাত, ধবধবে বিছানার সুখ সঙ্গে মোটা টাকা । কখনও বা শাড়ি ।
বাবুর বাড়িতে থাকি । গুণগান গাই । ভোট এলে ভোট দিই বাবুর ইচ্ছেয় ।
No comments:
Post a Comment