কেউ কেউ হারিয়ে যায় ।
তাদের ঐ হারিয়ে যাওয়া দেখি ।
কোথায় যায় তারা ?
কোনও কোনও দিন দেখি, অন্য গ্রহের আকাশে
উড্ডীন তারা ।
ভুল করে এসেছিল এই গ্রহে ।
হলুদে ও নীলে তারা উড়ছে ঘুড়ির মত অনুভূতিতে
তাদের ঐ হারিয়ে যাওয়া দেখি ।
কোথায় যায় তারা ?
কোনও কোনও দিন দেখি, অন্য গ্রহের আকাশে
উড্ডীন তারা ।
ভুল করে এসেছিল এই গ্রহে ।
হলুদে ও নীলে তারা উড়ছে ঘুড়ির মত অনুভূতিতে
No comments:
Post a Comment