মৃত্যুভাষা লিখে যেতে হবে আজ , আদেশ এসেছে...নৈঃশব্দরচিত এই আদেশ মূলত সঙ্গীত, আর্ত সে, নাদহীন,জড় ়নয়,
প্রকৃত লাজুক, আত্মঘাতী দলিল প্রণেতা,
আদেশ অমান্য করি, সে সাহস নেই, ভীরু আমি, চেয়ে দেখি পরোয়ানা হাসে,
এই হাসি মূলত আমার, ব্যর্থতার,
আদেশনামার কথা কাউকে বলিনি,
মাথা পেতে লিখে যেতে যেতে আমি শুধু
ধরেছি দু-হাত, জীবনের
প্রকৃত লাজুক, আত্মঘাতী দলিল প্রণেতা,
আদেশ অমান্য করি, সে সাহস নেই, ভীরু আমি, চেয়ে দেখি পরোয়ানা হাসে,
এই হাসি মূলত আমার, ব্যর্থতার,
আদেশনামার কথা কাউকে বলিনি,
মাথা পেতে লিখে যেতে যেতে আমি শুধু
ধরেছি দু-হাত, জীবনের
No comments:
Post a Comment