সুন্দর, তোমার ডানা থেকে দূরে, আজ
বড় হয়ে উঠছে সূর্যাস্ত
কুপি জ্বালিয়ে সে আছে বসে,
কাগজে অনেক বিজ্ঞাপন, বিদ্যুত লাইন গেছে
অন্তঃপুরে, হায় ! অন্ধকার তবু তাকে
গ্রাস করে, দেখোনি সুন্দর ?
বড় হয়ে উঠছে সূর্যাস্ত
কুপি জ্বালিয়ে সে আছে বসে,
কাগজে অনেক বিজ্ঞাপন, বিদ্যুত লাইন গেছে
অন্তঃপুরে, হায় ! অন্ধকার তবু তাকে
গ্রাস করে, দেখোনি সুন্দর ?
No comments:
Post a Comment