সেই বোকা লোকটার কথা মনে আছে ?
যে একা রাস্তার মাঝখানে পড়ে থাকা দেয়াল ঠেলে সরাতে শুরু করেছিলো । দেয়াল কি আর সরে কখনও ? তার মনে হয়েছিলো, দেয়াল না সরালে লোকজনের অসুবিধে হবে ।
বুদ্ধিমান লোকেরা ঐ দেয়াল দেখেও পাশ কাটিয়ে চলে গিয়েছিলো ।
আমি বুদ্ধিমান নই, আজীবন হতে চেয়েছি ঐ বোকা লোকটিই ।
যে একা রাস্তার মাঝখানে পড়ে থাকা দেয়াল ঠেলে সরাতে শুরু করেছিলো । দেয়াল কি আর সরে কখনও ? তার মনে হয়েছিলো, দেয়াল না সরালে লোকজনের অসুবিধে হবে ।
বুদ্ধিমান লোকেরা ঐ দেয়াল দেখেও পাশ কাটিয়ে চলে গিয়েছিলো ।
আমি বুদ্ধিমান নই, আজীবন হতে চেয়েছি ঐ বোকা লোকটিই ।
No comments:
Post a Comment