কেবল ইশারা, কবিতার এই ভাষা
বুঝিনি আমিও, বোঝো তুমি ?বুঝেছিলো
তারা ? দিনরাত মাথা কুটে মরেছিলো যারা
মরুশহরের পথে পথে পদচিহ্ন
রেখে গেছে যারা, বুঝেছিলো কোনদিন ?
বুঝিনি আমিও, বোঝো তুমি ?বুঝেছিলো
তারা ? দিনরাত মাথা কুটে মরেছিলো যারা
মরুশহরের পথে পথে পদচিহ্ন
রেখে গেছে যারা, বুঝেছিলো কোনদিন ?
No comments:
Post a Comment