আকাশ, মানে, ঐ শূন্য থাবাটির কথা বলেছি অনেকদিন,
তার নিচে, তাঁবুর ভেতরে
আগুন জ্বালিয়ে, অপেক্ষা করেছি আগামীদিনের,
জানি, সেদিন আকাশে থাকবে না কোনো যুদ্ধবিমানের শব্দ !
তার নিচে, তাঁবুর ভেতরে
আগুন জ্বালিয়ে, অপেক্ষা করেছি আগামীদিনের,
জানি, সেদিন আকাশে থাকবে না কোনো যুদ্ধবিমানের শব্দ !
No comments:
Post a Comment