আজ খুব মনে পড়ছে মা-কে ।
একা আমাকে ফেলে রেখে কোথায় যে চলে গেলো মা, সেই কবে 1995 সালের 5 জুলাই । চিতায় তার দেহ তুলে দিয়ে, তাকিয়ে দেখছিলাম, আগুন তাকে হাভাতের মত গিলে খাচ্ছে । কোনও যন্ত্রণা নেই মা-র ।
সন্ধ্যায় নেমেছিল বৃষ্টি । একটু আগে থেমে গেছে । আকাশে মেঘ ছিঁড়ে উঠে এসেছে চাঁদ । একটু দূরে, শ্মশান বন্ধুরা ওয়ানটাইম কাপে খাচ্ছে মদ । এদিকে আগুন উসকে দিচ্ছে চণ্ডাল । একা, চিতার পাশে দাঁড়িয়ে দেখছি, ছাই হয়ে যাচ্ছে মা-র শরীর ।
কী অবহেলায়, সব ছেড়ে চলে গেলো মা ! ফিরেও তাকালো না !
একা আমাকে ফেলে রেখে কোথায় যে চলে গেলো মা, সেই কবে 1995 সালের 5 জুলাই । চিতায় তার দেহ তুলে দিয়ে, তাকিয়ে দেখছিলাম, আগুন তাকে হাভাতের মত গিলে খাচ্ছে । কোনও যন্ত্রণা নেই মা-র ।
সন্ধ্যায় নেমেছিল বৃষ্টি । একটু আগে থেমে গেছে । আকাশে মেঘ ছিঁড়ে উঠে এসেছে চাঁদ । একটু দূরে, শ্মশান বন্ধুরা ওয়ানটাইম কাপে খাচ্ছে মদ । এদিকে আগুন উসকে দিচ্ছে চণ্ডাল । একা, চিতার পাশে দাঁড়িয়ে দেখছি, ছাই হয়ে যাচ্ছে মা-র শরীর ।
কী অবহেলায়, সব ছেড়ে চলে গেলো মা ! ফিরেও তাকালো না !
No comments:
Post a Comment