লেখা কি আমাকে ছেড়ে চলে যাবে ? যেভাবে যৌবন
চনে যায়, যাবে ছেড়ে চলে ?
পথ বসে থাকে, একা, পথিকবিহীন,
শূন্য ঘাট, শূন্য প্ল্যাটফর্ম চেয়ে থাকে শেষ যাত্রীটির দিকে ।
লেখাহীন আমিও তাকিয়ে আছি শাদা পাতাটির দিকে, একা ।
চনে যায়, যাবে ছেড়ে চলে ?
পথ বসে থাকে, একা, পথিকবিহীন,
শূন্য ঘাট, শূন্য প্ল্যাটফর্ম চেয়ে থাকে শেষ যাত্রীটির দিকে ।
লেখাহীন আমিও তাকিয়ে আছি শাদা পাতাটির দিকে, একা ।
No comments:
Post a Comment