আজ কি পূর্ণিমা ? এত আলো ঘরে এলো ?
না কি এলো সে রূপার কাঠি সহ এই হিমঘরে ?
মুহূর্তে উষ্ণতা বেড়ে টগবগ টগবগ আমার ধমনী
মুহূর্তে হলুদ পাতা হয়ে ওঠে প্রকৃত সবুজ
সন্মোহিতা, লেখা, এসেছে আমার ঘরে ।
যজ্ঞাহূতি দিই, নাও এই জেল পেন । ওম্ হ্রীং শ্রীং ক্লীং...
না কি এলো সে রূপার কাঠি সহ এই হিমঘরে ?
মুহূর্তে উষ্ণতা বেড়ে টগবগ টগবগ আমার ধমনী
মুহূর্তে হলুদ পাতা হয়ে ওঠে প্রকৃত সবুজ
সন্মোহিতা, লেখা, এসেছে আমার ঘরে ।
যজ্ঞাহূতি দিই, নাও এই জেল পেন । ওম্ হ্রীং শ্রীং ক্লীং...
No comments:
Post a Comment