দূর থেকে দেখি তাকে । যেভাবে আকাশে তারা দেখি ।
নক্ষত্র সে । মৃগশিরা । দুধছাই পথে
যাতায়াত তার । সম্প্রতি ঘটেছে তার অভিষেক ।
আমি তার কেউ নই, আকাশবিদ্যার ছাত্র এক ।
সন্ধ্যার প্রেমিক । গোধূলির পথে এসে
তাকে দেখি, আহত-উজ্জ্বল ।
নক্ষত্র সে । মৃগশিরা । দুধছাই পথে
যাতায়াত তার । সম্প্রতি ঘটেছে তার অভিষেক ।
আমি তার কেউ নই, আকাশবিদ্যার ছাত্র এক ।
সন্ধ্যার প্রেমিক । গোধূলির পথে এসে
তাকে দেখি, আহত-উজ্জ্বল ।
No comments:
Post a Comment