বর্ষা এক ঋতু মাত্র । ময়ূর পেখম তোলে তবু
এই বর্ষাকালে । ময়ূরীকে মনে পড়ে তার । নাচে ।
ময়ূর-বর্ষার এই সম্পর্কের কথা জানে কবি ।
তুমি সেই লেখা পড়ে থাকো নিদ্রাহীন ।
আর আমি ফুটপাথে ফেরি করে আনি নুন-চাল-ডাল ।
তোমার পুষ্টতা চাই আমার লবণে ।
ময়ূর-বর্ষার মত নয়, শুদ্ধ রাগে, সন্ধি, সমাসে-কারকে
এ সম্পর্ক ভাষার অতীতে ।
এই বর্ষাকালে । ময়ূরীকে মনে পড়ে তার । নাচে ।
ময়ূর-বর্ষার এই সম্পর্কের কথা জানে কবি ।
তুমি সেই লেখা পড়ে থাকো নিদ্রাহীন ।
আর আমি ফুটপাথে ফেরি করে আনি নুন-চাল-ডাল ।
তোমার পুষ্টতা চাই আমার লবণে ।
ময়ূর-বর্ষার মত নয়, শুদ্ধ রাগে, সন্ধি, সমাসে-কারকে
এ সম্পর্ক ভাষার অতীতে ।
No comments:
Post a Comment