Tuesday, June 3, 2014

আমার, সে অর্থে, কিছুই নেই । প্রীতি আচার্য আশ্রয় না দিলে, আমি তো সর্ববহারাই !
তবু আজ আশ্চর্য এক আতংক । শুধু মনে হচ্ছে, কি যেন হারাবো আজ ! সে কি লাজ, সে কি ভয়, সে কি মান, সে কি ভালোবাসা, সে কি স্মৃতি !
জানি না, জানি না । এটুকু জানি, লিখে যেতে হবে আমাকে ।

No comments:

Post a Comment