টুটি চেপে ধরেছি সন্ধ্যার,
আজ আর রেহাই দেবো না তাকে,মুরগীর ছাল ছাড়াবার মত তার
চামড়াও খুলে নেবো,
খুলে নেবো সকল সৌন্দর্য,
স্তন, নাভি, যোনি আর ঐ চোখ খুবলে নেবো
কিছুতেই ছাড়বো না আজ
আগুন ধরিয়ে দেবো তার চুলে
তারপর হৃদপিণ্ড থেকে খুলে নেবো
ভালোবাসা, দেখবো, কত সে ভালোবাসা দিতে পারে বিকেলের ছায়াটাকে !
আজ আর রেহাই দেবো না তাকে,মুরগীর ছাল ছাড়াবার মত তার
চামড়াও খুলে নেবো,
খুলে নেবো সকল সৌন্দর্য,
স্তন, নাভি, যোনি আর ঐ চোখ খুবলে নেবো
কিছুতেই ছাড়বো না আজ
আগুন ধরিয়ে দেবো তার চুলে
তারপর হৃদপিণ্ড থেকে খুলে নেবো
ভালোবাসা, দেখবো, কত সে ভালোবাসা দিতে পারে বিকেলের ছায়াটাকে !
No comments:
Post a Comment