এসো উন্মাদিনী ,
এসো রাধা-প্রেমে
এসো গ্রীষ্মে , এসো প্রবল একাকী দিনে
একা হয়ে , চারদিকে মেতেছে উল্লাস
শকুনেরা আর নেই , তবু তারা মেতেছে ভাতৃ-নিধনে
ফেরাতে পারি না , উন্মাদিনী , ফেরাও তাদের তুমি
তুমি ছাড়া এ জীবন বৃথা
রচনা করো হে নিজ হাতে এ জগত
আপন মায়ায় , প্রেমে , কবিতায়
শত নামে তোমার অর্চনা করি , এসো তুমি প্রাণে ।
এসো রাধা-প্রেমে
এসো গ্রীষ্মে , এসো প্রবল একাকী দিনে
একা হয়ে , চারদিকে মেতেছে উল্লাস
শকুনেরা আর নেই , তবু তারা মেতেছে ভাতৃ-নিধনে
ফেরাতে পারি না , উন্মাদিনী , ফেরাও তাদের তুমি
তুমি ছাড়া এ জীবন বৃথা
রচনা করো হে নিজ হাতে এ জগত
আপন মায়ায় , প্রেমে , কবিতায়
শত নামে তোমার অর্চনা করি , এসো তুমি প্রাণে ।
No comments:
Post a Comment