বাঙালির অনুষ্ঠানের শেষ নেই । বাজারে গিয়ে জানলাম, বুধবার জামাইষষ্ঠী ।
ফলে, জিনিসের দাম বেড়েছে । ইলিশের দাম এক লাফে দুশো টাকা বেড়ে গেছে । ফলমূলের দাম এরাজ্যে এমনিতেই বেশি । মাছঅলা রসিক । বললো, অটোভাড়ার মত দ্বিগুণ বাড়েনি, স্যার ।
অকাট্য যুক্তি । সরকারের সিদ্ধান্ত ছাড়াই অটো ভাড়া বেড়েছে দ্বিগুণ ।ইউনিয়ন বলে কথা !
ইউনিয়ন না করতে পারে এমন কিছুই নেই এরাজ্যে ।
বাঙালির অনুষ্ঠানের থেকেও তারা অনেক বেশি আদরণীয় এই রাজ্যে ।
ফলে, জিনিসের দাম বেড়েছে । ইলিশের দাম এক লাফে দুশো টাকা বেড়ে গেছে । ফলমূলের দাম এরাজ্যে এমনিতেই বেশি । মাছঅলা রসিক । বললো, অটোভাড়ার মত দ্বিগুণ বাড়েনি, স্যার ।
অকাট্য যুক্তি । সরকারের সিদ্ধান্ত ছাড়াই অটো ভাড়া বেড়েছে দ্বিগুণ ।ইউনিয়ন বলে কথা !
ইউনিয়ন না করতে পারে এমন কিছুই নেই এরাজ্যে ।
বাঙালির অনুষ্ঠানের থেকেও তারা অনেক বেশি আদরণীয় এই রাজ্যে ।
No comments:
Post a Comment