দলে
দলে চাকমা শরণার্থী আসছে ওপার থেকে । পার্বত্য চিটাগাঙে নাকি জাতিদাঙ্গা
শুরু হয়েছে । জাতিদাঙ্গার মত সর্বনেশে আর কিছুই নেই । সংখ্যালঘুর দায়িত্ব
নিতে হয় সংখ্যাগুরুদের । আধিপত্য কায়েমের নেশা চিরকালীন । সংখ্যাগুরুদের
মধ্যে এটা বেশিই । অথচ তারা ভুলে যায়, অন্যত্র এই সংখ্যাগুরুরাই হয়ে
যেতে পারে সংখ্যালঘু । তখন তাদের উপরও নেমে আসতে পারে সংখ্যাগুরুদের
অত্যাচার ।
কোনও দেশেই একারণে অন্তত সংখ্যাগুরুদের এজাতীয় নিপীড়ন করা উচিত নয় ।
কোনও দেশেই একারণে অন্তত সংখ্যাগুরুদের এজাতীয় নিপীড়ন করা উচিত নয় ।
No comments:
Post a Comment