ত্রিভুজপ্রণালী থেকে দৃরে বসে আছি ।
অতিক্রম করে যাবো, ভাবি ।
সমদ্বিবাহুর টানে ফিরে আসে সমকোণগুলি,
কোণের মায়াবী গন্ধ আসে ভেসে, ক্রমে
মেলে ধরে অতিভুজ, পাপড়ির মত ।
ত্রিভুজরহস্য চেপে রেখে,
এগিয়ে এসেছি, সন্ধ্যা, তোমার নিকটে, মাটির পিদিম জ্বেলে ।
যদি দেখা পাই, পিথাগোরাসের দিব্যি,
ত্রাসহীন স্বদেশ গড়বো ত্রিভুজপ্রণালী জুড়ে ।
অতিক্রম করে যাবো, ভাবি ।
সমদ্বিবাহুর টানে ফিরে আসে সমকোণগুলি,
কোণের মায়াবী গন্ধ আসে ভেসে, ক্রমে
মেলে ধরে অতিভুজ, পাপড়ির মত ।
ত্রিভুজরহস্য চেপে রেখে,
এগিয়ে এসেছি, সন্ধ্যা, তোমার নিকটে, মাটির পিদিম জ্বেলে ।
যদি দেখা পাই, পিথাগোরাসের দিব্যি,
ত্রাসহীন স্বদেশ গড়বো ত্রিভুজপ্রণালী জুড়ে ।
No comments:
Post a Comment