মৃত্যু অলিখিত । জাবেদা খাতায় নেই তার চিহ্ন ।
যে হিসেব কাটা, তার কোটি থেকে নীল, হালকা ধূসর আলো
বেরিয়ে আসছে থাবা মেলে । নখের পালিশ নেই,
শুধু চকচকে ধার । বাড়িয়ে দিয়েছি গলা । সে কি আর তাতে খুশি ?
পাতা জুড়ে রয়ে গেলো নীল তার সন্ত্রাসের চিহ্ন !
--দ্বাদশঅক্ষর 2009 এর সংখ্যা থেকে ।
যে হিসেব কাটা, তার কোটি থেকে নীল, হালকা ধূসর আলো
বেরিয়ে আসছে থাবা মেলে । নখের পালিশ নেই,
শুধু চকচকে ধার । বাড়িয়ে দিয়েছি গলা । সে কি আর তাতে খুশি ?
পাতা জুড়ে রয়ে গেলো নীল তার সন্ত্রাসের চিহ্ন !
--দ্বাদশঅক্ষর 2009 এর সংখ্যা থেকে ।
No comments:
Post a Comment