Tuesday, June 3, 2014

ত্রিপুরায়, কবিদের কি চোখে দেখা হয়, তা মালুম হবে একটি শব্দে । কব্যা ।
এমন তাচ্ছিল্য আর কোথাও কবিকে করা হয়, বলে, আমার জানা নেই । আশির দশকের প্রথম দিকে, আগরতলায় এসে, কবি শক্তি চট্টোপাধ্যায় প্রহৃত হয়েছিলেন, অথচ আমরা দু:একজন ব্যতীত আর কেউ প্রতিবাদ করেননি, বরং মজা উপভোগ করেছিলেন ।

No comments:

Post a Comment