Saturday, January 3, 2015

লেখো, যা খুশি...
ফরাসী কবি অঁরি মিশোর এই পংক্তিটি আমার মতো ফেসবুক লিখিয়েদের কাছে একটা পাসপোর্ট, কবিতার জগতে প্রবেশের !
ছাইপাশ যাই লিখি, সতেরোটা লাইক পাই,
দু-একটা আহা উঁহু কমেন্ট আসে, আমার আর কি চাই ?
অমরত্ব যাদের প্রয়োজন, আমি তাদের দলে নেই, ছিলাম না কখনও ! ফলে, এই জীবনের প্রথম উচ্ছ্বাসকালে, দু-একটা লেখা কোথাও ছাপা হলে, তা সংগ্রহে রাখিনি !
এই যেমন, গল্পকার দেবব্রত দেব-এর তাগাদা খেয়ে, একবার, ত্রিপুরার এক দৈনিক পত্রিকা, স্যন্দন-এ একটা উপন্যাস লিখেছিলাম, যার শুরু হয়েছিল, কোর্টে, স্বামী-স্ত্রীর ডিভোর্সের ঘটনা দিয়ে !
এখন, সেই উপন্যাসের কপি বা পাণ্ডুলিপি আমার কাছে নেই !
সংগ্রহে রাখার বাতিক যার নেই, সে লেখক হবে কি করে ?
অঁরি মিশো এই বিষয়ে কেন কিছু বললেন না ?

No comments:

Post a Comment