Saturday, January 3, 2015

IL Postino ছবিতে, পাবলো নেরুদার কাছে মারিও, যিনি টেম্পোরারি পোস্টম্যান হিসেবে কাজ পেয়েছিলেন, জানতে চেয়েছিলেন, কবিতা কি ?
পাবলো নেরুদা সংক্ষেপে জবাব দিয়েছিলেন, মেটাফর !
মেটাফর শব্দটি বেচারি মারিওর অজানা, ফলে সে অবাক হয়ে জিগ্যেস করে, এটা কেমন শব্দ ? আর কোনো শব্দ নেই ? আর এটার মানেই বা কি ?
নেরুদা হেসে জবাব দিলেন, এটার মানে মেটাফর !
মারিও আবার জিগ্যেস করে, আমি কি কবিতা লিখতে পারবো ?
শীর্ণ, রোগা পাতলা মারিওর দিকে তাকিয়ে, নেরুদা বললেন, তুমি খুব পরিশ্রমী, অলস আর মোটা নও ! কবিতা তো অলস ও আমার মতো মোটারাই লেখে !

মারিও আর পাবলো নেরুদার ঐ আলাপ যে কোনো তরুণ কবির কাছে জরুরি !

No comments:

Post a Comment