Saturday, January 3, 2015

ইংরাজি, মজাদার খুব,
বাজি পুড়ছে ঐ,
চারদিকে মাতাল মাতাল
সুখ, নববর্ষ বলে কথা !
বাংলায় এত রস নেই,
ভাবে যারা, আমি
তাদের দলেও নেই, ঐ যে,
বিষুব সংক্রান্তির রাত
মণ্ডপে মণ্ডপে পাশাখেলা
আর নৃত্য ও সঙ্গীতে, প্রেমে,
মজে থাকে, কই,
ইংরাজি নতুন বছরে
আমি তা পাই নে, আমার ঐ
বাংলা সনের ছন্দলয়ে
ধার করা মাতলামি নেই,
আছে স্নিগ্ধ, সৌম এক প্রেম,
কীর্তনের সুরে,
আকাশও নাচে তালে তালে...
তবু, এসো আজ ইংরাজি
স্বাগত জানাই
খেঁজুরের রসে, পিঠেপুলি
ভাটিয়ালি গানে,
এসো, এই দাওয়ায় বসো,
অতিথি ঈশ্বর,
তোমাকে বরণ করি হাড়ে ও মজ্জায় !

No comments:

Post a Comment