Saturday, January 3, 2015

মরণ আমার শ্যাম নয়,
আমার ঐ রাধাপ্রেম, এটুকু সম্বল,
এই যে না-পারা, তাও, এই
জড়ভরতের দেশে আলোচ্য বিষয়...
বিষাদগ্রস্ত রাত্রির কাছে
ভিক্ষা চেয়ে ফিরে আসে একা সে সাধক,
সেও জানে, সফলতা ছাড়া
এ দেশে বাঁচে না নিরীহ সে মূষিকও !

No comments:

Post a Comment