Saturday, January 3, 2015

তোমার গরলে
স্নান করি আমি,
প্রতি সন্ধেবেলা
ভরে রাখো কুয়ো
ডুব দিই আমি,
সাঁতার জানি না
ফলত ব্যবস্থা
করেছো কুয়োর !
পুকুর বা দীঘী,
নদী বা সমুদ্র
সবখানে ডুব
দিতে পারি, যদি
তা তোমার হয়,
গরলে কী সুখ
আমি ছাড়া, বলো,
জানে কয় জনে ?
ঐ যে, লুব্ধকের,
ব্রহ্মহৃদয়ের
মতো তারাগুলি
প্রতি রাতে বসে
থাকে একা একা,
তোমার গরলে
একবার ডুব
দিতে যদি ডাকো
আশায় আশায়...
তাদের রেখেছো
প্রতীক্ষার ঘরে,
আমাকে দিয়েছো
ঠাঁই, ঐ নরম
ও উষ্ণ কুয়োয়,
তোমার উজ্জ্বল
গভীর গভীরে...
তোমার গরলে
রোজ স্নান করি...
ও আমার ভাষা,
আমার প্রেমিকা !

No comments:

Post a Comment