Saturday, January 3, 2015

রাত জাগছে বিছানা, আর
টেবিলে নাইট ল্যাম্প, গ্লাস,
দেয়াল ঘড়ির শ্বাসে ভরে যাচ্ছে ঘর !
বস্তুত এসব দৃশ্য দেখে
জম্ম নেয় গান,
গানের ঐ সরগম খেয়ে
ফেলছে ঘরের নীরবতা !

উপমার দিন আর নেই,
বীমাহীন আয়ু বাড়ছে ফ্রিজের, তার
সবুজ মুছেছে টিকটিকি !
ঘরের দিন ও রাত্রি দেখে,
বোঝে না কিছুই !
একা, রচনাকুশলী স্বপ্ন
ঢুকে যাচ্ছে দীর্ঘ শীতের ভেতর...

No comments:

Post a Comment