Saturday, January 3, 2015

বোনের শরীর কাল এঁটো করে গেছে
যারা, তারা আজ ভোট চাইতে এসেছে !
কাল ছিল পিস্তলের নল,
আজ শুধু ভিক্ষুকের ঝুলি !
আমার বেকার বাবা, অসুস্থ মা, বোন,
সকলে করেছি ঠিক, ও পথে যাবো না !
ভোট নয়, আমরা চাইছি,
সদর দপ্তর নয়, আদালত নয়,
গণবণ্টনের মত চিরক্ষমতাকে
ভাগ করা হোক আজ ধুলির আকাশে !

No comments:

Post a Comment