Tuesday, September 17, 2013

প্রীতি আচার্য, সাং বাঁশপাড়া, মৌজা বিলোনীয়া, দক্ষিণ ত্রিপুরা, কাল, দুপুর থেকে, লড়ে যাচ্ছিলেন যমের সঙ্গে । তড়িঘড়ি করে, হাসপাতালে তাকে নেওয়া হল, একটা এসি কেবিনও বুক করা হলো, তিনি থাকবেন না সেখানে । ডাঃ শংকর চক্রবর্তী ও কবি ডাঃ বিশ্বজিত্‍ সিংহ অনেক বুঝিয়েও যখন বিফল, তাকে ফিরিয়ে আনা হলো ত্রাণশিবিরে । ইঞ্জেকশন অষুতপত্র, স্যালাইন সহ । ডাঃ বিশ্বজিত্‍ এলেন রোগীর চিকিত্‍সার জন্য । সঙ্গে সিগনেচার প্রিমিয়াম, আধকিলো শুয়োরের মাংস, চপ ও এক কিলো শসা লেবু আদি সহ । স্যালাইন আর একটার পর একটা ইঞ্জেকশন চলছে । এক ফাঁকে, ডাঃ নিজেই রাঁধলেন লেমন পর্ক । ডাল ভাত মাছ রাঁধলাম আমি । সারাদিন অভুক্ত রোগী অসহায় ভাবে তাকিয়ে আছেন এই উপচারের দিকে । ডাঃ সবগুলি খাবার ও সিগনেচার রোগীর নাকের কাছে রেখে বললেন, শাস্ত্রমতে ভোজন করুন । ঘ্রাণেন অর্ধভোজন করলেন প্রীতি ।

No comments:

Post a Comment