Tuesday, September 17, 2013

বিকেলে ভোরের ফুল, সমরেশ বসুর এই লেখা পড়িনি কখনো, ঐ গল্প নিয়ে তৈরি সিনেমাও দেখা হয়ে ওঠেনি, কেন না, উত্তমকুমার এর ঐ অতিনাটকীয় অভিনয় কোনোদিনই তেমন স্পর্শ করতো না আমাকে । অথচ, বিজ্ঞাপনে ঐ নামটা দেখে. চমকে ওঠেছিলাম । মনোজগতের এমন সুন্দর প্রকাশ খুব কম দেখা যায় । সমরেশ বসু আমার প্রিয় লেখকদের একজন, তাকে কাছ থেকে দেখার সুযোগ দু একবার হয়েছিল ১১ অক্রুর দত্ত লেন এর সেই বিখ্যাত ঘরটায়, কৃত্তিবাস অফিসে । তখন আমি সেখানে কর্মরত, কার্তিক জানা ও কবি দেবাশিস বসু সহ । শ্যামলকান্তি দাশ তখনও মেদিনীপুরে । জয় গোস্বামীর কবিতা তখনও ছাপা হয়নি কৃত্তিবাসে । সন্দীপন চট্টোপাধ্যায়ের সঙ্গে মস্করারত অবস্থায়, এক কৃত্তিবাসী সন্ধ্যায়, তাঁকে বলতে শুনেছি, এত যে লিখি, জানেন সন্দীপন, সব ধুলোয় যাবে মিশে । সেই সন্ধ্যার হাহাকার, আজ সকালে, স্পর্শ করে যাচ্ছে আমাকে । বিদ্যুত্‍স্পর্শের মত ।

No comments:

Post a Comment