Tuesday, September 17, 2013

ইতি একটি রেখার নাম । টেনে, দেখা যায়, তার শেষ নেই । এ যেন একটি মৌলসংখ্যাকে আর একটি মৌলসংখ্যা দিয়ে ভাগ করার অবস্থা । ভাগশেষ থেকেই যায় । ভাগশেষ থাকে ইতিরও । আজ সেই ভাগশেষ বা অবশিষ্টের সামনে দাঁড়িয়ে, দেখছি, শুক্লপক্ষের চাঁদ হাসছে আকাশে । ঐ হাসি মধুর এবং ঘাতকস্বভাবের । আজ কি তবে ঘাতচন্দ্রের সন্ধ্যে ? কি বলবেন খনা ?

No comments:

Post a Comment