Tuesday, September 17, 2013

মন-এর নিয়ন্ত্রক চাঁদ । জ্যোতিষবিদ্যা অনুসারে এটা মান্য ।
চাঁদ-এর গতিবিধি, ফলে, প্রভাব ফেলে মন-এর উপর ।
আর কারও ক্ষেত্রে কি হয়, জানি না । আমার বেলায় এটা
১০০০০০০০০০০০০০% সত্যি ।
লোকে বলবে চন্দ্রদোষ, আর আমি বলবো, তোমার কেরামতি, চাঁদ ।
রাতে ছিলে শুক্লপক্ষ । এখন ঘোর অমাবস্যা ।

No comments:

Post a Comment