Sunday, September 1, 2013

অসম চলন তার, অথচ সুন্দর,
ক্ষিপ্র ঘোড়াটির কথা ইতিহাস থেকে
এনেছিলো তুলে । সেই ধূসর প্রান্তর
খুরের ধুলিতে হয়ে উঠেছিল লাল,
সূর্যাস্তের রঙে । না কি মৃত ময়ূরের
ঐ পেখমে লেগে থাকা রক্ত, ফোঁটা, ফোঁটা...
মিশেছে ধুলিতে ? সূক্ষ্ম তুলির আঁচড়ে
বেদনা হয়েছে শিল্প প্রকৃতির হাতে ।

No comments:

Post a Comment