Tuesday, September 17, 2013

হৃদয়, মানে, ঐ যে, আপনাগো ভাষায়, হার্ট, সারাক্ষণ ধুকপুক করে ।
কোলেস্টরেল । ডাক্তার নল সরিয়ে কইলেন ।
বৈদ্য নাড়লেন মাথা । বললেন, বিষয়টা গম্ভীর । এবং হৃদয়ঘটিত ।
গৃহলক্ষ্মীর মাথায় হাত ! চিৎকার করে ওঠলেন । সে কি গো, মিনসে !!! লুকিয়ে লুকিয়ে কোন ছুঁড়ির সঙ্গে লটরপটর করছো ? অ্যা ! বুড়ো বয়সে এ কি ভীমরতি গো তোমার ! এখন আমার কি হবে গো ওওও !
বান্ধবীরা প্রত্যেকেই বলে ওঠলো, তার মানে, আমি ছাড়াও তোমার আরও প্রেমিকা আছে ? ইউ হ্যাভ চীটেড মী....
হৃদয়ে তখনও ধুকপুক ধুকপুক....
রাতে, ইনবক্সে, এক মগ্ন পাঠিকা লিখলেন, ঐ ধুকপুক থেকে আগামী শতকের কবিতার জন্ম হবে । উদগ্রীব হয়ে রইলাম ।

No comments:

Post a Comment