Tuesday, September 17, 2013

ভাষা প্রতারণাও করে, এটা জানার পর, থমকে যেতে হয়, মূঢ়ের মত । ভাব প্রকাশ নয়, ভাবকে আড়াল করার জন্য ব্যবহৃত হচ্ছে ভাষা । ছেলেবেলায়, অন্যদের কাছে কথা লুকানোর জন্য বা তাদের বুঝ্তে না দেবার উদ্দেশ্যে আমরা বলতাম, লচ রদআ রক । বা, মুচু ওখা । পুরোটাই ছেলেমানুষী । এই আড়াল করার প্রবণতার প্রাণকূট ছিল ভাষার ভেতরেই যা আজ প্রতারণার নামান্তর । এটা কেন হয়েছে, তার বিশদ আমার জানা নেই, ভাষাবিদও নই । শুধু লক্ষ্য করি, আমাদের মনোজগত যত জটিলতর হয়েছে, যত বেড়েছে অন্ধকার, তত বেশি ভাষা হয়ে উঠছে প্রতারণার হাতিয়ার । ফলে, একজন কবিকে লক্ষ্য রাখতে হয়, তার ভাষা যেন প্রতারকের ভাষা না হয়ে ওঠে । অন্তরলোক আলো করা ভাষাই আজ সবচেয়ে জরুরি কবিতার জন্য, এই সরল সত্যটি যেন না ভুলে যায় এই সময়ের তরুণ কবি ।

No comments:

Post a Comment